বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর সাব-কম্পোনেন্ট ‘আউট অব স্কুল চিলড্রেন’ কার্যক্রমের আওতায় খাগড়াছড়ির রামগড়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ (বুধবার) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে এবং প্রোগেসিভ সংস্থার বাস্তবায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত ।

কর্মশালায় আয়োজকরা বলেন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সারাদেশে চলমান কার্যক্রমে ৮ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয় বর্হিভূত শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান ও তাদেরকে শিক্ষার মূল ধারায় সংযুক্ত করার লক্ষে রামগড় উপজেলা পর্যায়ে ৭০টি শিখন কেন্দ্র স্থাপনের মাধ্যেমে শিক্ষা প্রদান প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রতিটি শিখনকেন্দ্রে ১৫ থেকে ৩০জন শিক্ষার্থী থাকবে। এ লক্ষে শিক্ষাকেন্দ্র স্থাপন, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ উপবৃত্তি প্রদান করা হবে।

কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ, সহকারী শিক্ষা অফিসার মো: আবু ইউসুফ, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সুব্রত খীসা, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার পরিতোষ চাকমা, প্রধান শিক্ষক রুম্রচাই কার্বারী সহ প্রমুখ।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পৌর কাউন্সিলর আনোয়ারা বেগম, প্রকল্পটির রামগড় উপজেলা ম্যানেজার মলেন্দ্র লাল ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype