
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র মহাসচিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, খ্যাতিমান পদার্থ বিজ্ঞানী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত, বিশিষ্ট সংগঠক, গবেষক প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া আচার্য দীনেশ চন্দ্র সেন স্বর্ণপদক-২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির অবিস্মরণীয় ব্যক্তিত্ব, বৃহৎবঙ্গের পরম হিতৈষী ড. দীনেশচন্দ্র সেন (১৮৬৬-১৯৩৯) এর স্মৃতি রক্ষার্থে গঠিত “আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি” এ পদক প্রদান করবেন।
আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি’র সাধারণ সম্পাদক ড. দেবকণ্যা সেন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি আয়োজিত “মৈমনসিংহ গীতিকা”র (১৯২৩-২০২২) শত বর্ষের পথে বছরব্যাপী দুই বাংলার অনুষ্ঠান মালার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে মুনির চৌধুরী সভা কক্ষে (টিএসসি) আগামী ২৭ মার্চ, ২০২২ খ্রি. রবিবার বিকেল ৪:০০ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে এ স্বর্ণপদক প্রদান করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশের প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়াকে স্বর্ণপদক-২০১৮ এবং জনাব এএইচএম নোমানকে স্বর্ণপদক-২০১৯ সহ বিভিন্ন বিভিন্ন দেশের গুণীজনদের এপদক প্রদান করা হবে।
ইতিহাস৭১ টিভির প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা ও টিভি পরিবার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।