
পদ্মবীণা ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৪ কীর্তিমান লেখককে পদ্মবীণা সম্মাননা ও পদক প্রদান অনুষ্ঠান ১০ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম জামালখানস্থ প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয় ।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মবীণা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সাহিত্যিক, সাংবাদিক, অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক রাশেদ রউফ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রকৌশলী,লেখক, গবেষক, পদ্মবীনা ফাউন্ডেশনের পরিচালক ও অনুষ্ঠানের সদস্য সচিব প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া।
আয়শা হক শিমু এবং সমুদ্র টিটুর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মবীনা ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান রত্নাগর্ভা বীণাপানি বড়ুয়া। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কবি, অধ্যাপক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান উপাচার্য, প্রকৌশলী, ডাক্তার সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবিবৃন্দ উপস্থিত ছিলেন।
