প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২২, ৩:৫১ পূর্বাহ্ণ
চার কীর্তিমানকে “পদ্মবীণা” সম্মাননা ও পদক প্রদান সম্পন্ন
পদ্মবীণা ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৪ কীর্তিমান লেখককে পদ্মবীণা সম্মাননা ও পদক প্রদান অনুষ্ঠান ১০ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম জামালখানস্থ প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয় ।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মবীণা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সাহিত্যিক, সাংবাদিক, অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক রাশেদ রউফ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রকৌশলী,লেখক, গবেষক, পদ্মবীনা ফাউন্ডেশনের পরিচালক ও অনুষ্ঠানের সদস্য সচিব প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া।
আয়শা হক শিমু এবং সমুদ্র টিটুর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মবীনা ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান রত্নাগর্ভা বীণাপানি বড়ুয়া। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কবি, অধ্যাপক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান উপাচার্য, প্রকৌশলী, ডাক্তার সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবিবৃন্দ উপস্থিত ছিলেন।
যারা পদ্মবীনা পদক পেয়েছেন তারা হলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খ্যাতিমান সমাজবিজ্ঞানী, প্রাবন্ধিক, গবেষক অধ্যাপক অনুপম সেন; বাংলা একাডেমির সভাপতি- বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন; বাংলা একাডেমির সাবেক পরিচালক, প্রখ্যাত কথাসাহিত্যিক, বিজ্ঞান লেখক অধ্যাপক সুব্রত বড়ুয়া ও বিশিষ্ট গল্পকার, কবি, অনুবাদক, মহামান্য রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। পুরস্কার হিসেবে দেওয়া হয় সম্মাননা স্মারক, সনদ ও প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট দু লক্ষ টাকা। সার্বিক সহযোগিতায় ছিলেন পদ্মবীনা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সরিৎ চৌধুরী সাজু, রুবেল বড়ুয়া,সপু বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, বিপ্লব বিজয়, সুনয়ন বড়ুয়া, অনুপম বড়ুয়া পারু, অর্ণব বড়ুয়া,রাজীব বড়ুয়া, সাংবাদিক প্রকাশ বড়ুয়া ।

যারা পদ্মবীনা পদক পেয়েছেন তারা হলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খ্যাতিমান সমাজবিজ্ঞানী, প্রাবন্ধিক, গবেষক অধ্যাপক অনুপম সেন; বাংলা একাডেমির সভাপতি- বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন; বাংলা একাডেমির সাবেক পরিচালক, প্রখ্যাত কথাসাহিত্যিক, বিজ্ঞান লেখক অধ্যাপক সুব্রত বড়ুয়া ও বিশিষ্ট গল্পকার, কবি, অনুবাদক, মহামান্য রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। পুরস্কার হিসেবে দেওয়া হয় সম্মাননা স্মারক, সনদ ও প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট দু লক্ষ টাকা। সার্বিক সহযোগিতায় ছিলেন পদ্মবীনা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সরিৎ চৌধুরী সাজু, রুবেল বড়ুয়া,সপু বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, বিপ্লব বিজয়, সুনয়ন বড়ুয়া, অনুপম বড়ুয়া পারু, অর্ণব বড়ুয়া,রাজীব বড়ুয়া, সাংবাদিক প্রকাশ বড়ুয়া ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.