
সত্য, সুন্দর মহত্ত্বের সাধনায় শুদ্ধ সংস্কৃতিচর্চার অঙ্গীকার নিয়ে “কালচারাল পার্ক” পূর্ণ করেছে একযুগ । বর্ণাঢ্য আয়োজনে দিনের প্রথম প্রহরে প্রভাতফেরির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচির শুভ সূচনা হয়।
প্রথমে রাউজান সাইক্লিস্ট সার্কেল অফ রাউজানের অংশগ্রহণে কালচারাল পার্কের যুগপূর্তি র্যালি (৫০ কি.মি.) অনুষ্ঠিত হয়। এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে দুই গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক বিভাগে ১ম স্থান অধিকার করে- হিমাদ্রী বড়ুয়া, ২য় স্থান অধিকার করে-মৌমিতা বড়ুয়া এবং ৩য় স্থান অধিকার করে সায়ন বড়ুয়া। খ বিভাগে ১ম অধিকার করে- জান্নাতুল মাওয়া আরিফা, ২য় স্থান অধিকার করে-জয়িতা বড়ুয়া এবং ৩য় স্থান অধিকার করে- তাছিনুর রহমান রাহি। এরপর কালচারাল পার্কের শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
২য় পর্বের সূচনা হয় কালচারাল পার্কের শিক্ষার্থীদের পরিবেশোনায় মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, আধুনিক রাউজানের রুপকার, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জননেতা জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলার চেয়ারম্যান জনাব এহসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মাননীয় মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ এবং ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব লায়ন সাহাবুউদ্দিন আরিফ।
অনুষ্ঠানের শুরুতে কালচারাল পার্কের নবনির্মিত মেডিটেশন সেন্টারের শুভ উদ্বোধন করেন মাননীয় সাংসদ জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়। উদ্বোধনের পর পুরো মেডিটেশন সেন্টার মাননীয় সাংসদ মহোদয় ঘুরে দেখেন এবং বিভিন্ন কার্যক্রমের বর্ণনা করেন কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা কল্যাণজী বাবু নান্টু বড়ুয়া। এরপর কালচারাল পার্ক এর সবুজ চত্বরে জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এমপি একটি গাছের চারা রোপন করেন।
উন্নয়কর্মী প্রনব বড়ুয়া সঞ্চালনায় কালচারাল পার্ক যুগপূর্তি স্মারক “শান্তি”-র মোড়ক উন্মোচিত হয় । এরপর অনুষ্ঠানে তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন এড. সুনীল কান্তি বড়ুয়া ও অমিয় প্রভা বড়ুয়া (আর্দশ পরিবার), বাবু রতীন সেন (লেখক ও গবেষক) এবং বাবু মনোজ বড়ুয়া (সংগীতজ্ঞ)। এরপর রাউজানে এসএসসিতে জিপিএ ফাইভ-প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন, কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা কল্যাণজী বাবু নান্টু বড়ুয়া। আলোচনা করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবু জয়দেব কর, অনুষ্ঠানের আহবায়ক জনাব মফিজুল হক, বাংলাদেশ আওয়ামীলীগ রাউজান উপজেলা শাখার কার্যকরী সদস্য বাবু অংশুমান বড়ুয়া, শিক্ষিকা ঝর্ণা কর, সাবেক ব্যাংকার বাবু তেমিয় মুৎসদ্দি, এসএম গোলাম নিজামী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্য যুব নেতা বাবু জগদীশ বড়ুয়া, ইউপি সদস্য মোঃ লোকমান হোসেন, সাবেক ইউপি সদস্য জনাব আব্দুল মালেক, কালচারাল পার্ক কার্যকরী কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা বাবু শুভংকর বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলাম, পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুদত্ত মুৎসদ্দি, উন্নয়ন কর্মী বাবু ছোটন বড়ুয়া, সমাজসেবক বাবু রবীন্দ্রলাল বড়ুয়া, দীপংকর সুপ্রভা ট্রাষ্টের সহ-সভাপতি এডভোকেট বিদ্যুৎ কান্তি বড়ুয়া, যুব নেতা প্রদীপ বড়ুয়া, ডাক্তার বিকাশ কান্তি বড়ুয়া এবং শিক্ষক তাপস বড়ুয়া। প্রধান অতিথির হাতে শান্তি স্বারক অর্পণ করেন- ভাস্কর কৃষ্ণা দাশ।
সন্ধ্যায় কৃষ্ণা দাশ, স্বাক্ষর শুভ ও মারুফ মৃন্ময়ের পরিবেশনায় লোকগানের আসর এবং লিজা গুপ্তা বর্ষা ও তার দলের নৃত্যানুষ্ঠানের মধ্যদিয়ে কালচারাল পার্কের দিনব্যাপী একযুগপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি