
রাউজান উপজেলার মগদাই নোয়াপাড়া রাউজান সড়ক অটো রিক্সা চালক সমবায় সমিতির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান মগদাই পিকেসেন বাজারে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপডতি মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন শাহবুদ্দীন আরিফ ।
বিশেষ অতিথি ছিলেন নবযাত্রা ফাউন্ডেশন এর মহাসচিব আবু মনছুর, ইউপি সদস্য জগদিশ বড়ুয়া, ইউপি সদস্য লোকমান , ইউপি সদস্য অজিত , সাবেকে ইউপি সদস্য ইসমাইল । উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক জাকের আলম , সহসভাপতি রানা বড়ুয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন সহ কর্মকর্তা ও সদস্য বৃন্দ