
মহামান্য ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো জাতীয় অন্তেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আজ ২ ফেব্রুয়ারী, ২০২২ বুধবার দুপুর ১২.৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ সুমন কান্তি বড়ুয়া। সভায় অন্তেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের পক্ষে আগামী ২, ৩ ও ৪ মার্চ, ২০২২ তিনদিনব্যাপী কর্মসূচী নিয়ে বক্তব্য রাখেন কার্য্যনির্বাহী সভাপতি পি. আর. বড়ুয়া, মহাসচিব প্রফেসর ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া, উর্ধতন সহ-সভাপতি রনজিত কুমার বড়ুয়া, উর্ধতন যুগ্ম মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া, প্রধান সমন্বয়কারী প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়া ও যুগ্ম মহাসচিব অনুপম বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ।আলোচনায় অংশ গ্রহন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের পক্ষে প্রফেসর ডঃ সুকোমল বড়ুয়ার, প্রফেসর ড: দিলীপ বড়ুয়া, প্রফেসর ডঃ সুমঙ্গল বড়ুয়া, প্রফেসর ডঃ বিমান চন্দ্র বড়ুয়া, প্রফেসর ডঃ নীরু বড়ুয়া, প্রফেসর জ্যোতিষী চাকমা, প্রফেসর আশিকুজ্জমান খান কিরণ ও প্রফেসর ডঃ সুমন কান্তি বড়ুয়া প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ। তাঁরা সকলেই আনুস্ঠানিকভাবে অন্তেষ্টিক্রিয়া কর্মসুচী নিয়ে গুরুত্বপুর্ণ আলাপ আলোচনা করেন ও সর্বোত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মিটিং শেষে অতিথিদের দুপুরের আহারে আপ্যায়ন করেন বিভাগীয় শিক্ষক অধ্যাপক জ্যোতিষী চাকমা।