
চট্টগ্রামের রাউজান উপজেলায় ১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল মিয়াকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জানা যায় গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময়ে নোয়াপাড়া পথের হাট থেকে বাড়ী যাওয়ার পথে চেয়ারম্যানের উপর সন্ত্রাসীরা হামলা করেছেন।সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করেছে বলে জানা গেছে। চেয়ারম্যান কোন রকমে প্রাণে বেঁচে যান।এ ঘটনার প্রতিবাদে ০১ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কাপ্তাই সড়ক নোয়াপাড়া পথের হাট চত্বর থেকে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে বক্তারা বলেন চেয়ারম্যানের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করার জোর দাবি জানান প্রশাসনের কাছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া,বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল,চেয়ারম্যান সোহরাওয়ার্দী সিকদার,জাফর আহমেদ,চেয়ারম্যান রোকন উদ্দিন,চেয়ারম্যান শফিউল আলম,চেয়ারম্যান নাজিম উদ্দিন সহ পৌরসভার কাউন্সিলর,উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।