
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বাহরাইন শাখার উদ্যোগে মাইজভান্ডারী ত্বরিকার প্রবর্তক গাউসুল আজম শাহ্সূফি হযরত মাওলান সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)”র ১১৬ তম ওরশ শরীফ নানা আয়োজনে পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল কোরআন তিলাওয়াত, নাতে রাসুল, মাইজভাণ্ডারী গজল ও মিলাদ মাহফিল।বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি সুমন উদ্দিন।প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ এনামুল হক, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রানা।সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ইপু’র সঞ্চালনায় শুরুতেই নাত পরিবেশন করেন দিদারুল আলম মিনহাজ, মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন মোহাম্মদ ইকবাল হোসেন, দিদারুল আলম দিদার।স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আজাদ
মিলাদ কিয়াম করেন আবু শাহাদাত মোহাম্মদ সায়েম। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন এনামুল হুদা।এতে আশেকে রাসুল, আশেকে গাউসুল আজম মাইজভাণ্ডারী, মঈনিয়া যুব ফোরাম, খালেক মঞ্জিল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার মূলনীতি সপ্তকর্ম পদ্ধতির অনুসরণ করে নিজেদের এই দুনিয়াবী জিন্দেগি টা যাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টজনক অতিবাহিত করে চলতে পারি সেটার তাগিদ দিয়েছেন।