রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হ্যাট্রিক করলেন নৌকা প্রার্থী শাহ আলম মজুমদার

খাগড়াছড়ির রামগড় ইউপি নির্বাচনে ১নং রামগড় ইউপিতে টানা তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ আলম মজুমদার। তিনি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনারস প্রতীকের করিমুল হক মজুমদারকে বিপুল ভোটে পরাজিত করেন। চতুর্থ ধাপের এই ইউপিতে নৌকা প্রতীক নিয়ে শাহ আলম মজুমদার পেয়েছেন ৫৭১৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনারস প্রতীক নিয়ে করিমুল হক মজুমদার পেয়েছেন ২৪৯০ ভোট। সকাল ৮ট থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিলো চোখেপড়ার মতো। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

২নং পাতাছড়া ইউপির থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এছাড়া রামগড় ইউপির ২নং পাতাছড়া ইউপিতে প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে বর্তমান ইউপি চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা,বরুন বিকাশ রোয়াজা ও অংসালা মারমা মনোনয়ন পত্র প্রত্যাহার করায় নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী কাজী নুরুল আলম আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হোন। ১নং রামগড় ইউপিতে চেয়ারম্যান পদে ২ জন, মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৩৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। ২নং পাতাছড়া ইউপিতে সাধারণ সদস্য পদে ২৩জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩জন নির্বাচন করেন।।

উপজেলা নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে, ১নং রামগড় ইউপিতে মোট ভোটার সংখ্যা ১১হাজার ৭৯জন এর মধ্যে পুরুষ ৫ হাজার ৭শত ১৯জন এবং মহিলা ৫ হাজার ৩শত ৬০জন ভোটার রয়েছে। অপরদিকে- ২নং পাতাছড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১শত ৭০ জন এরমধ্যে পুরুষ ৫ হাজার ৮৫ জন মহিলা ৫ হাজার ৮৫জন। দুই ইউপিতে ১৮টি ভোট কেন্দ্রে ৬০টি ভোটকক্ষে ভোট গ্রহন করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype