
রাউজান উপজেলার ৭নং ইউনিয়নের আর্যমৈত্রেয় ইন্সটিটিউশনে ১৪ ডিেসেম্বর ২০২১ মঙ্গলবার মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী , মুজিবর্ষ ও মহান বিজয় দিবস-২০২১ উপলেক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার বিশ্বাস । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জনাব জুনায়েদ কবীর সোহাগ ।
শিক্ষক মাধব রায় চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী, ইতিহাস৭১ ডট টিভি ও নাগরিক দর্পন এর প্রকাশক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, আধারমানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র দাস, ৭নং ইউ পি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র পালিত, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ , সদস্য উদয়ন বড়ুয়া ও ফনি বড়ুয়া ।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ন নাথ . সুলেখা বড়ুয়া, সেলিম উদ্দিন , রাজেশ দেব , শিল্পী দাশ , সুজন শীল , মৃদুল নাথ , কৃঞ্চা মহাজন. পম্পি সেন, লতফর নাহার , সবুজ ভট্টাচার্য, রাজেশ মুৎসুদ্দি, জামাল উদ্দিন , সমির বড়ূয়া, কানু দাশ,, বিজয় বিশ্বাস, মিশু বড়ুয়া,প্রতিমা বড়ুয়া, দেবাশিষ শীল সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ , শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ ।