
রাউজান পৌরসভার নিজের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রমের উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।মহান বিজয় দিবস উপলক্ষে হোল্ডিং ট্যাক্স প্রদাকারীদের লটারীর মাধ্যমে পুরস্কার প্রদানের ঘোষানা দিয়েছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
১৩ ডিসেম্বর সোমবার সকালে রাউজান পৌরসভার কার্যালয়ের সামনের মাঠে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,থানার ওসি আবদুল্লাহ আল হারুন। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, আলমগীর আলী, শওকত হাসান চৌধুরী, আজাদ হোসেন, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর নাসিমা আকতার, জেবুনেচ্ছা, জান্নাতুল ফেরদৌস ডলি,রাউজান পৌরসভার প্রকৌশলী প্রবীর দাশ, সচিব অনিল চন্দ্র ত্রিপুরা।
পরে পৌর এলাকার অসহায় দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও রাউজান পৌরসভার সুপার মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধান অতিথি।