বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে মুক্তিযোদ্ধের ইতিহাস সংরক্ষণে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কর্মচারীর পদচারনার মুখরিত

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রামগড় ১নং সেক্টরের ভূমিকায় নব উদ্যমে(স্কারশন) টুরে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক-ছাত্র কর্মচারীর পদচারনায় মুখরিত ১৯২০ সালের সাবেক প্রাচীন মহকুমা শহর রামগড়। শনিবার(১১ডিসেম্বর)সারাদিন ব্যাপী রামগড় উপজেলার মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধাদের ইতিহাস সংরক্ষনের আলোকে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শান্তনু মহাজনের সঞ্চালনায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপন ও পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ডঃ আনোয়ারুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ শামীমা হায়দার, অধ্যাপক ডঃ নুরুল ইসলাম,অধ্যাপক ডঃ জমালুল আকবর চৌধুরী, রামগড় উপজেলার সাবেক বীর মুক্তিযুদ্ধা কমান্ডার মফিজুর রহমান। এসময় বক্তব্যে রাখেন সাংবাদিক নিজাম লাভলু, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডার মোঃ মোস্তফা হোসেন প্রমূখ। এসময় প্রয়াত সকল বীর মুক্তিযোদ্ধের স্বরণে ১মিনিট নিবতা পালন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৩৫জন শিক্ষক-ছাত্র ও কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযুদ্ধা, স্থানীয় সাংবাদিক শ্যামল রুদ্র- বেলাল হোসাইন-শুভাশীষ দাস- রতন বৈষ্ণব ত্রিপুরা
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype