প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২১, ১:৪২ পূর্বাহ্ণ
রামগড়ে মুক্তিযোদ্ধের ইতিহাস সংরক্ষণে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কর্মচারীর পদচারনার মুখরিত

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রামগড় ১নং সেক্টরের ভূমিকায় নব উদ্যমে(স্কারশন) টুরে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক-ছাত্র কর্মচারীর পদচারনায় মুখরিত ১৯২০ সালের সাবেক প্রাচীন মহকুমা শহর রামগড়। শনিবার(১১ডিসেম্বর)সারাদিন ব্যাপী রামগড় উপজেলার মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধাদের ইতিহাস সংরক্ষনের আলোকে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শান্তনু মহাজনের সঞ্চালনায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপন ও পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ডঃ আনোয়ারুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ শামীমা হায়দার, অধ্যাপক ডঃ নুরুল ইসলাম,অধ্যাপক ডঃ জমালুল আকবর চৌধুরী, রামগড় উপজেলার সাবেক বীর মুক্তিযুদ্ধা কমান্ডার মফিজুর রহমান। এসময় বক্তব্যে রাখেন সাংবাদিক নিজাম লাভলু, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডার মোঃ মোস্তফা হোসেন প্রমূখ। এসময় প্রয়াত সকল বীর মুক্তিযোদ্ধের স্বরণে ১মিনিট নিবতা পালন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৩৫জন শিক্ষক-ছাত্র ও কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযুদ্ধা, স্থানীয় সাংবাদিক শ্যামল রুদ্র- বেলাল হোসাইন-শুভাশীষ দাস- রতন বৈষ্ণব ত্রিপুরা
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.