শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অব: প্রধান শিক্ষক সুমঙ্গল বড়ুয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক, আজ শেষকৃত্য

রাউজান উপজেলার আবুরখীল গৌতম বিহার উন্নয়ন পরিচালনা পরিষদ’র সাধারণ সম্পাদক, শিক্ষক সনদ কুমার বড়ুয়া’ ও প্রধান শিক্ষিকা সঞ্চিতা বড়ুয়ার পিতা, সাংবাদিক রতন বড়ুয়ার শ্বশুড় সমাজ সেবক, শিক্ষাবিদ ও উপাসক সুমঙ্গল বড়ুয়া ২ ডিসেম্বর দুপুরে নোয়াপাড়া কসমিক হাসপাতালে আসার পথে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বৎসর।
তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরানাহার বেগম ও সাধারণ সম্পাদক আবুল বশর, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক স ম জিয়াউর রহমান ও সদস্য সচিব প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা,ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ হাসান মুরাদ ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ ৩ ডিসেম্বর শুক্রবার দুপুর ২ টায় প্রয়াত শিক্ষক সুমঙ্গল বড়ুয়া অনিত্য শোক সভা ও পুন্যদান অনুষ্ঠান পারিবারিক বাসভবনে অনুষ্ঠিত হবে।

দক্ষিন রাউজান শিক্ষক সমিতি,ইতিহাস৭১ডট টিভি,নাগরিক দর্পন, আবুরখীল অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়,আবুরখীল অজন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক,পরিচালনা পরিষদ, দক্ষিন ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতি, দক্ষিণ ঢাকাখালী গৌতম বিহার উন্নয়ন পরিচালনা পরিষদ, সার্বজনীন জেতবন বিহার’র সকল দায়ক- দায়িকা , আবুরখীল তালুকদার পাড়া প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ, শান্তিময় বিহার পরিচালনা পরিষদ ও সবার পক্ষ থেকে শিক্ষাবিদ প্রয়াত সুমঙ্গল বড়ুয়ার পারলৌকিক সৎগতি কামনায় পূন্যরাশি দান করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype