রাউজান উপজেলার আবুরখীল গৌতম বিহার উন্নয়ন পরিচালনা পরিষদ’র সাধারণ সম্পাদক, শিক্ষক সনদ কুমার বড়ুয়া’ ও প্রধান শিক্ষিকা সঞ্চিতা বড়ুয়ার পিতা, সাংবাদিক রতন বড়ুয়ার শ্বশুড় সমাজ সেবক, শিক্ষাবিদ ও উপাসক সুমঙ্গল বড়ুয়া ২ ডিসেম্বর দুপুরে নোয়াপাড়া কসমিক হাসপাতালে আসার পথে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বৎসর।
তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরানাহার বেগম ও সাধারণ সম্পাদক আবুল বশর, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক স ম জিয়াউর রহমান ও সদস্য সচিব প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা,ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ হাসান মুরাদ ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ ৩ ডিসেম্বর শুক্রবার দুপুর ২ টায় প্রয়াত শিক্ষক সুমঙ্গল বড়ুয়া অনিত্য শোক সভা ও পুন্যদান অনুষ্ঠান পারিবারিক বাসভবনে অনুষ্ঠিত হবে।
দক্ষিন রাউজান শিক্ষক সমিতি,ইতিহাস৭১ডট টিভি,নাগরিক দর্পন, আবুরখীল অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়,আবুরখীল অজন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক,পরিচালনা পরিষদ, দক্ষিন ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতি, দক্ষিণ ঢাকাখালী গৌতম বিহার উন্নয়ন পরিচালনা পরিষদ, সার্বজনীন জেতবন বিহার’র সকল দায়ক- দায়িকা , আবুরখীল তালুকদার পাড়া প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ, শান্তিময় বিহার পরিচালনা পরিষদ ও সবার পক্ষ থেকে শিক্ষাবিদ প্রয়াত সুমঙ্গল বড়ুয়ার পারলৌকিক সৎগতি কামনায় পূন্যরাশি দান করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.