রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

একমুঠো বৌদ্ধ ভিক্ষু ঐক্য পরিষদের উদ্যোগে বৈকালিক ভৈষজ্য সংঘদান সম্পন্ন

চট্টগ্রাম মহানগরে অবস্থিত বৌদ্ধদের ধর্মচর্চার প্রাণ কেন্দ্র ঐহিত্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আর্যসংঘের আয়োজনে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ অভিধর্ম পাঠকে কেন্দ্র করে সকল সংঘমনিষাদের পারলৌকিক নির্বাণ সুখ কামনায় এবং সকল কল্যাণমিত্রদের নিরোগ দীর্ঘায়ু কামনা অষ্টপরিষ্কারসহ বৈকালিক ভৈষজ্য সংঘদান।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

 

ভদন্তঃপ্রিয়রত্ন মহাথের আবাসিক প্রধান চট্টগ্রাম বৌদ্ধ বিহার,এবং
উপস্থিত ছিলেন পট্ঠান গুরু জিনপ্রিয় মহাথের , ভদন্ত রাষ্ট্রপাল থের,ভদন্ত সুমনশ্রী থের,রতনানন্দ থের , মৈত্রীপাল ভিক্ষু, বিবেকানন্দ ভিক্ষু , প্রজ্ঞানন্দ ভিক্ষু, মেত্তানন্দ ভিক্ষু, প্রিয়দর্শী ভিক্ষু , আর্যসংঘের সভাপতি নিলয় বড়ুয়া, সাধারন সম্পাদক রুদ্র বড়ুয়া সহ সংগঠনের কর্মকর্তা ও সদস্য এবং ধর্মপ্রান দায়ক দায়িকা বৃন্দ ।
সব শেষে এই বৈকালিক সংঘদানে মুদিতানন্দ ভিক্ষু কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন ।
এবং সাথে সাথে উপস্থিত ছিলেন একমুঠো বৌদ্ধ ভিক্ষু ঐক্য পরিষদ সকল সদস্যবৃন্দ।
কমিটির সদস্যরা হলেন

আহব্বায়ক – ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু
যুগ্ম আহব্বায়ক – ভদন্ত আনন্দজ্যোতি ভিক্ষু
সদস্য সচিব – ভদন্ত করুনাপ্রিয় ভিক্ষু
সহ-সদস্য সচিব – ভদন্ত করুনানন্দ ভিক্ষু
সদস্য –
১.ভদন্ত দেবমিত্র ভিক্ষু
২. ভদন্ত শীলবংশ ভিক্ষু
৩. ভদন্ত বুদ্ধকির্তী ভিক্ষু
৪. ভদন্ত নিরোধানন্দ ভিক্ষু
৫. ভদন্ত ধর্মরুদ্র ভিক্ষু
৬.ভদন্ত শাসনমিত্র ভিক্ষু
৭. ভদন্ত জ্ঞানপাল ভিক্ষু
৮. ভদন্ত মুদিতানন্দ ভিক্ষু
৯. ভদন্ত ভদ্রিয় ভিক্ষু
১০. ভদন্ত জ্ঞানপ্রিয় ভিক্ষু
১১. ভদন্ত কাচ্চায়ন ভিক্ষু
১৩. শ্রীমাণ বুদ্ধানন্দ শ্রামন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype