সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নন্দন কানন বিহারে সত্যেন্দ্র-মায়া ফাউন্ডেশন কতৃক বৈকালিক সংঘদান অষ্ঠপরিস্কার সহ ধর্মসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরীর নন্দন কানন বৌদ্ধ বিহারে আর্যসংঘ কতৃক আয়োজিত দশদিন ব্যাপি বৌদ্ধদের মুল অভিধর্ম সহ পূর্নাঙ্গ পট্ঠান পাঠ উপলক্ষে  রাউজান ধর্মগ্রাম আবুরখীলের বিশিষ্ঠ দানশীল ব্যাক্তিত্ব প্রয়াত সত্যেন্দ্রনাথ বড়ুয়া ও সহধর্মীনি উপাসিকা প্রয়াতা মায়া রানী বড়ুয়ার পারলৌকিক সদগতি কামনায় এবং সমাজ সেবক রঞ্জন বড়ুয়া ,তপতি বড়ুয়া ও শীলা বড়ুয়ার নিরোগ দীর্ঘজীবন কামনায় এক বৈকালিক সংঘদান অনুষ্ঠিত হয় ।

চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক তরুন সাংঘিক ব্যাক্তিত্ব ভদন্ত মুদিতানন্দ ভিক্ষুর আয়োজনে এবং শাসন জ্যোতি ভিক্ষুর সঞ্চালনায় বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথেরর সভাপতিত্বে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা শান্তিকুঞ্জ বিহারের অধ্যক্ষ এম বোধিমিত্র মহাথের ।

এই মহতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখের সত্যেন্দ্র- মায়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক রতন বড়ুয়া ।

 

উপস্থিত ছিলেন পট্ঠান গুরু জিনপ্রিয় মহাথের , ভদন্ত রাষ্ট্রপাল থের,ভদন্ত সুমনশ্রী থের,রতনানন্দ থের , মৈত্রিপাল ভিক্ষু, বিবেকানন্দ ভিক্ষু , প্রজ্ঞানন্দ ভিক্ষু, মেত্তানন্দ ভিক্ষু, প্রিয়দর্শী ভিক্ষু , আর্যসংঘের সভাপতি নিলয় বড়ুয়া, সাধারন সম্পাদক রুদ্র বড়ুয়া সহ সংগঠনের কর্মকর্তা ও সদস্য এবং ধর্মপ্রান দায়ক দায়িকা বৃন্দ ।
সব শেষে এই বৈকালিক সংঘদানের আয়োজক চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক তরুন সাংঘিক ব্যাক্তিত্ব ভদন্ত  মুদিতানন্দ ভিক্ষু কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype