
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে সংগ্রাম এবং সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, দুনীতিমুক্ত মানবিক যুব সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা আ’লীগযুবলীগ এর উদ্যোগে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
বৃহঃবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী নিবেদন, বেলুন ও সাদা পায়রা উড়িয়ে রামগড় বাজারস্থ প্রধান সড়কে র্যালী শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সভাস্থলে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় জেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী,পৌর যুবলীগ সভাপতি ও সদ্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পৌর মেয়র রফিকুল আলম কামাল,উপজেলা আ’লীগ সাঃ সম্পাদক কাজী আলমগীর,যুবলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক, কাউন্সিলর ও যুবলীগ নেতা মোঃ শামীম প্রমূখ।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তাপস ত্রিপুরা, যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সদস্য, কাউন্সিলর আহসান উল্যাহ- বিষ্ণু দত্ত,দেলোয়ার হোসেন- আবদুল হক, যুবলীগ নেতা কাজী জিয়াউল হক শিপন, যুবলীগ নেতা সুমন বড়ুয়া, যুবলীগ নেতা খাজা নাজিম উদ্দিন, যুবলীগ নেতা নাছির উদ্দিন সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মী বৃন্দ।