শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজান হোয়ারাপাড়া সুদর্শন মহাবিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে উদযাপিত হলো রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া সুদর্শন মহাবিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরন দান ।
মহাবোধী চত্বরে সারাদিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে সকাল বেলা সমবেত সুত্রপাঠ, ভিক্ষু সংঘের প্রাতরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন তিন সাংঘীক ব্যাক্তিত্ব শ্রীসদ্ধর্মভানক বিশুদ্ধানন্দ মহাথের , অনাথপিতা সুগতানন্দ মহাথের ও অধ্যাপক ড. সুনীথানন্দ থের র শ্মশান বেধিতে পুস্পস্তবক প্রদান ও সংঘদান ।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহউপসংঘনায়ক ভদন্ত জীবনানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহসভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের । স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী সুভাষ বড়ুয়া।

ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ভদন্ত অধ্যাপক সুমেধানন্দ মহাথের ,ভদন্ত দেবানন্দ মহাথের, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, দেবমিত্র থের , দেববংশ থের ।শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া।

পঞ্চশীল প্রার্থনা করেন উদযাপন পরিষদের সহ সভাপতি নেপাল বড়ুয়া ।

দুপুর দুই ঘটিকায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত সুনন্দ মহাথেরর সভাপতিত্বে শুরু হয় ধর্মসভা ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহউপসংঘনায়ক ভদন্ত জীবনানন্দ মহাথের । উদ্বোধন করেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধা নন্দ মহাথের । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিরন বিকাশ বড়ুয়া ।

অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভাপর সহ উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের ও উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়াকে আয়োজক কমিটির পক্ষ হতে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype