
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভিয্যের মাধ্যমে উদযাপিত হলো রাউজানে পশ্চিম আধাঁর মানিক শ্মশান ভূমি ধ্যান কেন্দ্রে কঠিন চীবর দান । শুক্রবার ৫ নভেম্বর এই অনুষ্ঠান মালার মধ্যে ছিল বিশ্ব শান্তি কামনায় পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলসুত্র পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন সংঘদান ও ধর্মসভা ।
পশ্চিম আধাঁর মানিক শ্মশান ভূমি ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধাপাল থের সঞ্চালনায় এই ধর্মসভায় সভাপতিত্ব করেন বিনাজুরি মিলনারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত বিনয় পাল ।
এতে প্রধান অতিথি ছিলেন ভারতের রাজগীরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. ভদন্ত দেবপ্রিয় মহাথের । প্রধান ধর্মদেশনের আসন গ্রহন করেন রাঙ্গামাটি বন বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত মেত্তাবংশ ভিক্ষু ।
আরো উপস্থিত ছিলেন ভদন্ত ধর্মবোধী থের , ভদন্ত জ্যোতিসাঙ্গ ভিক্ষু , সত্যপাল ভিক্ষু , সত্যলংকার ভিক্ষু, ইন্দ্রবংশ ভিক্ষু , প্রজ্ঞরক্ষিত ভিক্ষু , উপবংশ ভিক্ষু সহ আরো অনেকে ।