
রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি’র জন্মদিন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করেছেন রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ড আ.লীগ, যু্বলীগ ও ছাত্রলীগ।
শনিবার গহিরা বক্সে আলী চৌধুরী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল,রাউজান পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক মুছা আলম খাঁন চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, আ.লীগ নেতা আবুল কালাম চৌধুরী, জামাল খাঁন,সালাউদ্দিন খাঁন মাসুদ, উপজেলা যু্বলীগের সহ সম্পাদক সায়েদুল আলম, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, জাহাঙ্গীর হোসেন বাচ্চু, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খাঁন,প্রচার সম্পাদক হুমায়ুন জনি, মোহাম্মদ ইউছুপ,ওয়ার্ড যু্বলীগের সাধারণ সম্পাদক সালমান শিপুল,উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক আশরাফ চৌধুরী, কে এম হেলাল।দোয়া মাহফিল পরিচালনা করেন গহিরা বক্সে আলী চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন আল্ কাদেরী।