
করোনা আক্রান্ত হয়ে গুরতর অসুস্থ সিএমপি ডিসি(দঃ) মোঃ মিজানুর রহমান
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরতর অসুস্থ। তিনি বর্তমানে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন আছেন।
করোনা ভাইরাস প্রতিরোধের এই সম্মুখযোদ্ধা নগরবাসীকে করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষার জন্য শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ন ছিলেন। জনসাধারণের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, সচেতনতা সৃষ্টি, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রানবিতরণ ইত্যাদি ক্ষেত্রে সরাসরি মাঠ পর্যায়ে থেকে তদারকি করেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবার তাঁর শারীরিক অসুস্থতায় গভীরভাবে উদ্বিগ্ন। আমরা তাঁর সুস্থতা কামনায় শুভাকাঙক্ষী, আত্মীয়-স্বজন ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।