সোমবার-২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গড়দুয়ারা আইসোলেশণ সেন্টারে ফ্রি টেলিমেডিসিন চিকিৎসা সেবা অনুষ্ঠিত

গড়দুয়ারা আইসোলেশণ সেন্টারে ফ্রি টেলিমেডিসিন চিকিৎসা সেবা অনুষ্ঠিত

মোজাফফর হোসাইন সিকদার চট্টগ্রাম

হাটহাজারী ফিল্ড হাসপাতাল(HFH)’র উদ্যোগে ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি’র ব্যবস্থাপনায় গড়দুয়ারা আইসোলেশন সেন্টারের সার্বিক সহযোগিতায় ৬ষ্ঠ ফ্রি টেলিমেডিসিন চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

(৭ জুলাই) মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩০ তম ব্যাচের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কার্যক্রম সম্পন্ন হয়।

বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত ৩০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

টেলিমেডিসিন চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সাকিল ওয়ায়েজ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ ফাহমিদা শিরিন, বক্ষব্যাধী বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ নন্দন কুমার মজুমদার, শিশুরোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট ডাঃ ভাগ্যধন বড়ুয়া।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগী চিকিৎসক হিসেবে সরাসরি রোগীদের নির্দেশনা ও চিকিৎসাপত্র প্রদান করেন পল্লী চিকিৎসক মোহাম্মদ রাশেদ (ইদ্রিস ফার্মেসী,জোড় পুকুর পাড় গড়দুয়ারা) মোহাম্মদ জয়নাল (জয়নাল ফার্মেসী,লোহারপুল গড়দুয়ারা) মোহাম্মদ কায়সারুল আলম (জনসেবা ফার্মেসী,কামদর আলী চৌধুরী হাট গড়দুয়ারা)বাবু সুরঞ্জন সুমন (শান্তি ফার্মেসী, বাসস্ট্যান্ড, হাটহাজারী)।

টেলিমেডিসিন চিকিৎসা সেবার পুরো কার্যক্রমটি সর্বক্ষণ তদারকি করেন হাটহাজারী ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও কনক ইভেন্টস এর পরিচালক মোহাম্মদ একরাম, টেলিমেডিসিন সেবা উপ পরিষদের সদস্য রুবায়েত বিন জামাল এবং টেলিমেডিসিন উপ পরিষদের সদস্য ও সময় সংগঠনের উপদেষ্টা শহিদুল ইসলাম বাবলু।

গড়দুয়ারা আইসোলেশন সেন্টারের পক্ষে সার্বিক সহযোগিতা প্রদান করেন গড়দুয়ারা আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা রিয়াজ মোর্শেদ, উদ্যোক্তা ওয়াহিদুল আলম,গড়দুয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনাম চৌধুরী,গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সময় সংগঠনের সাধারণ সম্পাদক আরমান তালুকদার,ফয়েজুল্লাহ জিসান প্রমুখ।

টেলিমেডিসিন চিকিৎসা সেবা কার্যক্রম সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন হাটহাজারী ফিল্ড হাসপাতালের স্বেচ্ছাসেবক কাজী ওমর ফারুক,মোহাম্মদ রাসেল,মোছাম্মদ আজমেরী,স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের পক্ষে প্রয়াস সংগঠনের সহ সভাপতি সাখাওয়াত হোসেন রাফি, সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম সানিম,
আরিফুল ইসলাম ইমন, এস এম মহিম, মোঃ সাইমন, ইমতিয়াজ আহমেদ ইনান, রবিউল হাসান আকিব,মোহাম্মদ আলী,রবিন,আসিফ।

এদিকে, টেলিমেডিসিন সেবা সফল করায় চিকিৎসক,স্বেচ্ছাসেবক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন হাটহাজারী ফিল্ড হাসপাতাল টেলিমেডিসিন উপ পরিষদের আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার মেহেদী, যুগ্ম আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আজিজুল মুমিন,যুগ্ম আহবায়ক ডাঃ রেজাউল করিম রাজীব।

উপ পরিষদের আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন জানান হাটহাজারী ফিল্ড হাসপাতালের উদ্যোগে জাগৃতির ব্যবস্থাপনায় পর্যায়ক্রমে
উপজেলার প্রতিটি ইউনিয়নে টেলিমেডিসিন চিকিৎসা সেবার আয়োজন করা হবে। তিনি জানান বর্তমানে শ্বাসকষ্ট জনিত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। তিনি হাটহাজারী ফিল্ড হাসপাতালের চলমান কার্যক্রম সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য হাটহাজারীর সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype