
ফটিকছড়ি পাইন্দংস্থ ডলু উচ্চ বিদ্যালয় ও ডলু কামাল বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্ত নির্ণয় কার্যক্রমে অংশ নিয়েছে ব্লাড ডোনারস এসোসিয়েশন।
৩১ অক্টোবর সকাল থেকে ফটিকছড়ি উপজেলার পাইন্দংইউনিয়নের ডলু উচ্চ বিদ্যালয় ও ডলু কামাল বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন নবী( সা.)উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীতে অংশ নিয়ে ২৫০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করেছেন মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন।
মানবিক এই সংগঠনের প্রধান উদ্যোক্তা মো. তাজুল ইসলাম বলেন, মানুষের জীবন বাঁচাতে মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন এর আত্মপ্রকাশ। ফলে রক্তের বিষয় আসলেই এই মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা কোন অজুহাত ছাড়াই নিজেরদেরকে বিলিয়ে দিতে দ্বিধা করে না।
আমরা মানবতার অন্তিম মূর্হুত্বে রক্ত দানে সর্বদা প্রস্তুত থাকি।