
মুক্তিযুদ্ধের অসম্প্রদায়িক চেতনা বঙ্গবন্ধু ঘোষিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র উন্নত বাংলাদেশ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা ৩০ অক্টোবর (শনিবার) বিকেলে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত ভৌত বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। সঞ্চালনা করেন জাতীয় রিক্সা ভেন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর এর সভাপতি স্বপন বিশ্বাস। এতে দেশের খ্যাতিমান বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন।