বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম কাতালগঞ্জ নবপন্ডিত বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের প্রতিষ্ঠিত, তাঁরই হাতে গড়া সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পরিচালিত নব পণ্ডিত বিহারে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র কঠিন চীবর দানানুষ্ঠান ২২ অক্টোবর, শুক্রবার, দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মাধ্যমে সুসম্পন্ন হয়েছে।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে সংবর্ধিত প্রধান অতিথির আসন অলংকৃত করেন মহামান্য সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথেরো ও সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরো।
বিশেষ অতিথি ছিলেন প্রচার সংঘের উর্দ্ধতন সহ-সভাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথেরো, ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথেরো ।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ।স্বাগত ভাষন প্রদান করেন প্রচার সংঘের যুগ্ম-মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া ।

লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, যুবনেতা সিজার বড়ুয়া, অবিনাশ বড়ুয়ার সঞ্চালনায় সদ্ধর্মদেশনা করেন অধ্যাপক উপানন্দ মহাথের, ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত সুমঙ্গল থের, ভদন্ত করুনানন্দ থের, ভিক্ষু তনহংকর থের, শুভেচ্ছা বক্তব্য রাখেন চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটির উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, পুষ্পেন বড়ুয়া কাজল ও অধ্যাপক ডঃ সুব্রত বরণ বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া, কেমি বড়ুয়া মুক্তা, মুনা বড়ুয়া চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন শ্রীমৎ জগৎজ্যোতি ভিক্ষু, শ্রীমৎ কাচ্চায়ন ভিক্ষু । পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষক সন্তোষ বড়ুয়া ।
উদযাপন পরিষদের সভাপতির ভাষন প্রদান করেন অঞ্চল কুমার তালুকদার, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন ডা. দিবাকর বড়ুয়া ।
প্রকাশনা উপ-পরিষদের কাজল কান্তি বড়ুয়া, প্রকৌশলী রাহুল বড়ুয়া, আল্পনা বড়ুয়াসহ অতিথিবৃন্দ স্মারক উম্মোচন করেন। অনুষ্ঠানে থাইল্যান্ডের ধম্মকায়ার বাংলাদেশ প্রতিনিধি লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী ও সবুজ বড়ুয়া শুভ বক্তব্য রাখেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুমন বড়ুয়া ও সপ্তর্ষী বড়ুয়া । ধন্যবাদ জ্ঞাপন করেন রাজিব বড়ুয়া। অনুষ্ঠানে সংবর্ধিত সংঘনায়ক ও উপ-সংঘনায়ক ভান্তেকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
প্রথম পর্বে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও সদ্ধর্মসভা উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজগুরু অভয়ানন্দ মহাথের, শুভ উদ্বোধন করেন অধ্যাপক উপানন্দ মহাথের, প্রধান ধর্মদোশক ছিলেন ভদন্ত জ্ঞানবংশ মহাথের, সদ্ধর্মদেশনা করেন শ্রীমৎ সুপালবংশ থের, শ্রীমৎ রাহুলানন্দ থের, শ্রীমৎ সুনন্দপ্রিয় ভিক্ষু, শ্রীমৎ রতনানন্দ ভিক্ষু। মঙ্গলাচরণ পাঠ করেন শ্রীমৎ প্রজ্ঞানন্দ ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা করেন সাধন চন্দ্র বড়ুয়া।
স্বাগত ভাষন প্রদান করেন অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, শুভেচ্ছা বক্তব্য রাখেন মৃদুল বড়ুয়া চৌধুরী, অনিমেষ তালুকদার, স্বদেশ কুসুম চৌধুরী, ডা. অনিল কান্তি বড়ুয়া, সমীরণ বিকাশ বড়ুয়া, রবীন্দ্র লাল বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, সমীরণ বড়ুয়া, বিজয় বড়ুয়া বাপ্পা, রোটা. অমরেশ বড়ুয়া চৌধুরী, লায়ন উত্তম কুমার বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype