বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে বীর মুক্তিযোদ্ধা মনু মিয়ার মৃত্যু দেহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযুদ্ধকালীণ ১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মানিকছড়ির মো. মনু মিয়া আর নেই। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮৯ বয়সে চির বিদায় নেন এই বীর সেনা। নিহত বীর মুক্তিযোদ্ধা মো. মনু মিয়া ১৯৭১ সালে দেশের স্বাধীনতা অর্জনে ১ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন।

গত কয়েক বছর ধরে এই বীর সৈনিক ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় ২২ অক্টোবর সন্ধ্যা ৬.১৫ মিনিটে তিনটহরীস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ই(ন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

শনিবার বেলা সাড়ে ১২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তামান্না মাহমুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ. রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ সকল মুক্তিযোদ্ধা, সন্তান কমান্ড, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গীরা উপস্থিত ছিলেন।

পরে বাদ জোহর মহিসুন্নাহ হাফেজিয়া মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype