বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকছড়ি উপজেলায় ছাত্রলীগের আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ’২১ অনুষ্ঠিত হয়

মানিকছড়িতে ছাত্রলীগের কর্মী সমাবেশ  তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ’২১ অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর (রবিবার ) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়ের সঞ্চালনায় এই কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাকসুদুল আলম মাসুদ, যুগ্ন সাধারণ সম্পাদক, মো. জসিম উদ্দিন, মো. মমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান, মো. মাঈনুল ইসলাম, মানিকছড়ি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম প্রমূখ।

সমাবেশে উপজেলার মানিকছড়ি সদর ইউনিয়ন, বাটনাতলী, যোগ্যাছোলা ও তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সম্পাদকগণ বক্তব্য রাখেন। এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype