বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে আগুনে পুড়ল সিমেন্টের গুদাম

চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে একটি সিমেন্টের গুদাম পুড়ে যায়।
এছাড়া সিমেন্টের গুদামের পাশে লাগানো হার্ডওয়ার দোকানের অর্ধেক অংশ পুড়ে যায়। ১৭ অক্টোবর ( রবিবার) ভোর ৫টার দিকে উপজেলার রমজান আলী চৌধুরী হাটে এঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে সিমেন্ট, কীটনাশক, বীজ, পাইপ, স্যানিটারি, কারেন্ট তার, রশি পুড়ে গিয়ে অসংখ্য ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মো. শামসুল আলম জানান, ভোরে জানতে পারি দোকানে আগুন লেগেছে। আমরা বাড়িতে ছিলাম। এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সিমেন্টের গুদাম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অনেক টাকা ক্ষতি হয়েছে দাবি তার। এ প্রসঙ্গে রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজিং ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম বলেন, ‘আগুন খবর লাগার পেয়ে ঘটনাস্থলে যাই। অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ‘দোকানের উপরে বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার রয়েছে। ধারণা করছি বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype