জুবাইর , চট্টগ্রাম ।
শিশু বৃষ্টি (৮), পিতা- রাসেল, মাতা- ফারজানা, সাং- আইস ফ্যাক্টরী মোড় স্টেশন কলোনী, থানা ও জেলা- চট্রগ্রাম প্রায় ১ (এক) বছর আগে চট্রগ্রাম থেকে হারিয়ে যায়। সে যেকোনভাবে রাজশাহীতে আসে এবং এই দীর্ঘ সময় রাস্তা ঘাটে ভিক্ষা করে দিন কাটায়।মেয়েটিকে পেয়ে অফিসার ইনচার্জ, বোয়ালিয়া মডেল থানা, আরএমপি, রাজশাহী ইন্সপেক্টর (তদন্ত) জনাব মাহবুব আলম এবং এসআই মোঃ আলী আকবর কে অনুসন্ধান করার জন্য দেন। ইন্সপেক্টর (তদন্ত) জনাব মাহবুব আলম সমস্ত নিষ্ঠা দিয়ে সংশ্লিষ্ট সব ধরনের কৌশল অবলম্বন করতঃ শিশুটির দেয়া কিছু তথ্যের উপর ভিত্তি করে তার প্রকৃত পিতা মাতাকে খুঁজে বের করেন। গত ০৫/০৭/২০২০ খ্রিঃ ১২.০০ ঘটিকার সময় তার মাতা ফারজানা, পিতা রাসেল, মোবাইল নং ০১৩০৮-৭৯৮৪৫৩ বোয়ালিয়া মডেল থানায় এসে ১(এক) বছর পূর্বে সুদূর চট্রগ্রাম থেকে হারিয়ে যাওয়া মেয়ে কে সনাক্ত করতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বৃষ্টিকে তার পিতা মাতার নিকট হস্তান্তর সহ তাদেরকে চট্রগ্রামে ফেরার সুব্যবস্থা করছে টীম বোয়ালিয়া, আরএমপি, রাজশাহী।টীম বোয়ালিয়া কে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ।