সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে বজ্রপাতে ১১ মাসের এক শিশু মারা গেছে, আহত- পিতা- মাতা

মানিকছড়ির ছদুরখীল এলাকায় বুধবার রাত ১ টায় বজ্রপাতের ঘটনায় ১১ মাস বয়সী এক শিশু মো. আল- আমিন মারা গেছে। গুরুত্বর আহত হয়েছেন গৃহকর্তা মো. ইব্রাহিম(২৬) ও গৃহীনি আখি আক্তার(২০) হাসপাতালের চিকিৎসক উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহি উদ্দীন জানান, রাত ৩.৪৫ মিনিটে বজ্রপাতে আহত ৩ জনকে হাসপাতালে আনা হলেও আল- আমিন(১১ মাস) নামের শিশুটি পথেই মারা গেছে।

আহত মো. ইব্রাহীম (২৬) ও আখি আক্তার(২০) কে ভর্তি রাখা হয়েছে। আপাতত তাদের বিপদমুক্ত মনে হচ্ছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এদিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ শাহনূর আলম জানান, বুধবার রাত ১টার দিকে এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ছদুরখীল এলাকায় নির্জন পাহাড়ে ঘরের ওপর বজ্রপাত পড়ে শিশুটি মারা যায়। আহত গৃহকর্তা ও গৃহীনি চিকিৎসাধীন রয়েছে। আমরা এ বিষয়ে পরবর্তী করনীয় করছি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype