বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানিকছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় ম্যানেজিং কমিটির সভাপতি ও গোপালগঞ্জে শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষক লাঞ্চিতের ঘটনায় মানিকছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক সমাজ।

বুধবার ১৩ অক্টোবর সকাল ১০টায় উপজেলার রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. আতিউল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন,প্রধান শিক্ষক এম. কে. আজাদ, মো. শহীদুল ইসলাম মোহন,মো. ওবায়দুল হক, মংশেপ্রূ মারমা, মো. বশির আহম্মদ,ক্যজ মারমা, মো.সাইফুল ইসলামসহ অর্ধশতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক।

বক্তারা প্রতিবাদ সমাবেশে বলেন, বগুড়ার নন্দীগ্রামে মাধ্যমিক ম্যানেজিং কমিটির সভাপতি এবং গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষক লাঞ্চিতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ বিচার দাবী করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype