মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পন্য বিক্রি্র দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নিউজ ডেস্কঃ
করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে দ্রব্য মূল্য ও মসল্লার বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় আজ নগরীর কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করা হয়। আজকের অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পন্য বিক্রির অপরাধে অর্থ দন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার ০৪ জুলাই নগরীর কাজীর দেউড়ি বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীদ জানান, আজকের অভিযানে নগরীর কাজীর দেউড়ি বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। কিছু দোকানে দেখা যায় মূল্য তালিকা নেই । আবার মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মুল্যে পন্য বিক্রি করছে। অধিক মূল্যে আদা, রসুন বিক্রয়ের অপরাধে মেসার্স রুবেল স্টোর ও মেসার্স ইলিয়াস স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৫,০০০(পাঁচ হাজার টাকা) করে মোট ১০,০০০ (দশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।
এছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করা হয়। বাজারে অহেতুক আড্ডা দেওয়া ও ভীড় না করার জন্য সবাইকে সতর্ক করা হয়।
জনস্বার্থে ভবিষ্যতেও চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।