রবিবার-১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

এমন একটি দেশ আছে যেখানে গাছ কাটাকে ‘মানুষ হত্যা’র সমান মনে করেন

পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে। সোমালিয়ার কামকাম তেমনই একটি গ্রাম। যেখানে গাছ কাটাকে ‘মানুষ হত্যা’র সমান মনে করা হয়। গাছ কাটার জন্য জরিমানা এমনকি গ্রাম ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়ে থাকে।

সম্প্রতি গাছ কাটার অভিযোগে ওই গ্রামের বাসিন্দা ক্যান্টার নামে এক যুবককে জরিমানা করেছেন সেখানকার প্রবীণরা। ক্যান্টার স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি হতবাক হয়েছি, আমি ভেবেছিলাম আমাকে অন্য কারণে জরিমানা করা হয়েছে। কিন্তু তারা আমাকে স্থানীয় নিয়ম ব্যাখ্যা করেছেন’।

স্থানীয় প্রবীণরা তাকে এক হাজার ৫০০ ডলার ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেন এবং তাকে কয়েক ঘণ্টার মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দেন তারা।
এ ব্যাপারে ওই গ্রামের নেতা এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা আলী ফারাহ ইসমাইল বলেন, ‘সোমালিয়া জলবায়ু পরিবর্তনের প্রভাব (ঝড়, বন্যা) মোকাবিলা করছে। আমরা সবাই আমাদের জনগণ এবং পরিবেশ রক্ষায় সাহায্য করতে সম্মত হয়েছি। ’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype