রবিবার-১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আমিরাতে স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে ৫ হাজার ডলার জরিমানা

আরব আমিরাত কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে। দেশটিতে এখন থেকে স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে ৫ হাজার ডলার জরিমানা গুণতে হবে। মিথ্যা তথ্য দিয়ে কোয়ারান্টইনে না থাকা এবং স্বাস্থ্যবিধি না মানলে ওই অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। এ ছাড়া জেনেশুনে কোনো বিদেশি করোনাভাইরাস নিয়ে আমিরাতে এলে তাকেও এ অর্থদণ্ড দিতে হবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে বলে সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে।

করোনায় আক্রান্ত কেউ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাইরে বের হলে এ ভাইরাস ছড়ানোর অভিযোগে তার জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হবে। এক ফ্ল্যাটে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারীদেরও শাস্তির আওতায় আনা হবে। এ ছাড়া ভুয়া খবর, তথ্য বা করোনাভাইরাস সংক্রান্ত গুজব ছড়ালেও শাস্তি বা জরিমানা দেওয়া হয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype