শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অনেক সুযোগ আসছে নারী উদ্যোক্তাদের জন্য

উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজন করে ‘এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস’ ব্যবসা পরিচালনা করতে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার পথ বাতলে দিতে নারী উদ্যোক্তাদের সংগঠন।

ডেস্ক নিউজ : উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজন করে ‘এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস’ ব্যবসা পরিচালনা করতে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার পথ বাতলে দিতে নারী উদ্যোক্তাদের সংগঠন। বছরজুড়ে চলা এই বিশেষ আয়োজনের সর্বশেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে ২৬ জুন (শনিবার)।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী,

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দা মুনা তাসনীম, সিল্কক গ্লোবালের সিইও এবং উই এর বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু, এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী ও পরিচালক সাবরিনা হোসাইন,

আর আর গ্রুপের ডিরেক্টর তাসফিকুল খান, উইয়ের উপদেষ্টা কবির সাকিব। আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন উইয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আমাদের সরকার উদ্যোক্তাবান্ধব। আজকের এ আয়োজন দেশের জন্য আলোচিত ঘটনা। ভবিষতেও আপনারা সরকারের সব ধরনের সহযোগিতা পাবেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, মাস্টারক্লাসকে ডিপ্লোমা কারিকুলামের আওতায় আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। অনলাইনে চলমান এই মাস্টারক্লাসগুলো একটি সুন্দর ফরমেটে শুরু করা যেতে পারে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম মাত্র দুই তিন বছরে বিশাল আকার ধারণ করেছে। একটি সুশৃঙ্খল প্ল্যাটফরম হিসেবে গড়ে উঠেছে। অত্যন্ত সাফল্যের সঙ্গে মাস্টারক্লাস সিজন ১ শেষ করতে যাচ্ছে।

আগামী জুলাই মাস থেকেই শুরু হতে যাচ্ছে সিজন-২। এ শুভ যাত্রা আসলে শেষ নয়, নতুন একটি শুরু। যারা ৮টি মাস্টারক্লাস করেছেন তাদের একটি লেটার অব অ্যাপ্রিসিয়েশন দেওয়া হবে। ১২টি যারা সম্পন্ন করেছেন তাদেরও একটি সার্টিফিকেট দেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype