

ক্রিড়া ডেস্ক : শুরু হচ্ছে ক্রিকেটে ৯০ বলের টুর্নামেন্ট। সবকিছু ঠিক থাকলে ২০২২ সাল থেকে এ ফরমেটে টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ৯০ বলের এই টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী দ্য এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির।
তিনি বলেছেন, শুরু থেকেই সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটযাত্রার সাক্ষী ছিলাম। নতুন ফরমেটের কারণে শুধু আমিরাতেই নয়, বিশ্বব্যাপী ক্রিকেটের ভক্ত-অনুসারীর সংখ্যা আরও বাড়তে পারে।
বুখাতিরের সঙ্গে আছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের মালিক সালমান ইকবাল এবং দুবাই ভিত্তিক সিনার্গি গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান চৌধুরী।