রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম সিভিল সার্জন’র নিকট কলেজিয়েট স্কুল’৯৮ ব্যাচের সুরক্ষা সামগ্রী হস্তান্তর

চট্টগ্রাম সিভিল সার্জন’র নিকট কলেজিয়েট স্কুল’৯৮ ব্যাচের জরুরী সুরক্ষা সামগ্রী হস্তান্তর কলেজিয়েট স্কুলের’৯৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে করোনা সংক্রমণ রোধে হাই ফ্লো নসল কেন্যুলা ডিভাইস, ভ্যান্টিলেশন মাস্ক, হাই ফ্লো অক্সিজেন মিটার সামগ্রী গতকাল ২ জুন চট্টগ্রাম’র সিভিল সার্জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ সেখ ফজলে রাব্বি’র নিকট হস্তান্তর করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ডাঃ আবদুর রব মাসুম, (আইসিইউ ইনচার্জ) ডাঃ রাজদ্বীপ বিশ্বাস, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডাঃ জিতু দাশ গুপ্ত, (এ্যানেসথেসিয়া এবং আইসিইউ) ডাঃ মৌমিতা দাশ। কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ৯৮ ব্যাচ’র পক্ষে কামনাশীষ বড়ুয়া, শাহেদ আহমেদ চৌধুরী (রাব্বি), তসলিম হোসেন, সরফরাজ খান (মিশু) প্রমুখ। এসময় সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী করোনার ৩য় ঢেউ সম্পর্কে বলেন, চট্টগ্রাম নানা কারণে করোনার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। চট্টগ্রামে বিমানবন্দরের পাশাপাশি সমুদ্রবন্দর রয়েছে।
এ ছাড়া প্রায় প্রতিটি উপজেলায় প্রবাসী লোকজন রয়েছে। পাশাপাশি চট্টগ্রামে মধ্যপ্রাচ্য ও ইউরোপ প্রবাসী নাগরিকের সংখ্যাও দেশের অন্যান্য জেলার চেয়ে বেশি। এসব কারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি সরকারের পাশাপাশি নিজেদেরও সচেতন হওয়া এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই আয়োজনে সার্বিক তত্ত্ববধানে ছিলেন চট্টগ্রাম
কলেজিয়েট স্কুল’৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্র, চট্টগ্রাম মেটলাইফের আঞ্চলিক ব্যবস্থাপক কামনাশীষ বড়য়া এবং ডাঃ জিতু দাশ গুপ্ত
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype