
নিজস্ব প্রতিবেদক : ২০টি দেশের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে। আগামী ৪ জুন থেকে ওই সব দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে আসতে পারবেন।
১ জুন (মঙ্গলবার) রাতে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন্স বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে ৩৯টি দেশের ওপর শর্ত দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছিলো বেবিচক। গত ১ মে থেকে এ নোটিশ কার্যকর হয়।
তবে এবার ১৯ দেশের ওপর বিধিনিষেধ আরোপ রেখেছে বেবিচক। এতে মোট ১১টি দেশ আর্জেন্টিনা, বাহরাইন, বলেভিয়া, ব্রাজিল,
ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, পেরাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে থেকে বাংলাদেশ থেকে আসা যাওয়া যাবে না।
তবে অনুমতি নিয়ে এসব দেশে ১৫ দিনের মধ্যে ভ্রমণকারীরা দেশে আসতে পারবেন। কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এছাড়া কুয়েত এবং ওমান থেকে আসলেও তিন দিন ও বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিসসহ অন্য সব দেশ থেকে আসলে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।