

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতিবিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে
২০মে সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মাহফুজ হান্নান এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এস, এম, আজিজ,
ভাইস চেয়ারম্যান লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম, সাংবাদিক নাছির উদ্দীন মজুমদার, শিব্বির আহমেদ,
যুগ্ম মহাসচিব লায়ন শারমিন সুলতানা মৌ, এস, এম ইসমাইল, মোহাম্মদ উল্লাহ মাহমুদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন।