

জনপ্রিয় ইতিহাস৭১ টিভি ও নিউজ পোর্টাল এর প্রকাশক ও সম্পাদক , নারী উদ্যোক্তা প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা জাতি ধর্ম, বর্ন নির্বিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন । তিনি বলেন এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে বিদায় নিলো হিজরি মাস রমজান। দেশের আকাশে দেখা দিয়েছে শাওয়াল মাসের চাঁদ। তাই আগামীকাল শুক্রবার (১৪ মে) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা গেলেই জাতীয় কবির ওই গানের সুরে আনন্দে দুলে উঠতো সবার মন। কিন্তু গত বছরের মতো এবারও যেন সেই আনন্দের আবহ নেই। করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতি ঈদের আমেজ নষ্ট করে দিয়েছে । ঈদের আগের দিন বা চাঁদরাতে মানুষের চোখে-মুখে থাকতো প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারার অগ্রিম আনন্দ। পাড়ায়-মহল্লায় শহরফেরত মানুষের কুশল বিনিময়ে থাকতো মুখরতা। থাকতো মসজিদ-ময়দানে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি-ব্যস্ততা। করোনার প্রকোপে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও দেশের মানুষ রোজা এবং রোজার আগ থেকেই পাশের দুস্থ-অসহায় মানুষটির দিকে চোখ রেখেছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন। ঈদেও সামর্থবানরা একইভাবে স্বাস্থ্যবিধি মেনে পাশের অসহায় মানুষটির সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন বলে প্রত্যাশা সবার।