বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কঙ্গোতে ঈদ জামাতে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনশাসায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সময় প্রতিদ্বন্দ্বি দুই মুসলিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গণপিটুনিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত ৪৬ জন আহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিনশাসা শহীদ স্টেডিয়ামের বাইরে বৃহস্পতিবার সকালে দুটি মুসলিম গোষ্ঠীর নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দেয়। তারা স্টেডিয়ামে একসঙ্গে ঈদের নামাজ আদায়ের জন্য জমায়েত হয়েছিলেন। কিন্তু হঠাৎ তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তারা আশপাশে কিছু যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই সংঘর্ষের পর কঙ্গোর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরে ঈদের জামাত বাতিল করা হয়েছে। কিনশাসা পুলিশের প্রধান সিলভ্যানো কাসোনগো বলেন, দীর্ঘদিন বিরোধে লিপ্ত দুটি গোষ্ঠী অবশেষে একসঙ্গে ধর্মীয় উৎসবে মিলিত হওয়ার উদ্দেশ্যে শহীদ স্টেডিয়ামে এসেছিল। তবে তাদের মধ্যেও উগ্রপন্থীরা ছিল। তারা দুই গোষ্ঠীকে এক হতে দেয়নি। সম্প্রীতির বদলে ঈদের দিনেও সেখানে রক্তপাত ঘটিয়েছে।’ তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পেছনে যাদের হাত রয়েছে তাদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।’ এদিকে, কিনশাসায় সংঘর্ষের পর কঙ্গোর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরে ঈদের জামাত বাতিল ঘোষণা করা হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype