শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আইসিসির ফেসবুক পেজে বাংলাদেশের শিশুদের খেলার ছবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফেসবুক পেজে লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি বাড়ির আঙিনায় শিশুদের খেলার ছবি স্থান পেয়েছে।

২৫ এপ্রিল রাত ১১টার দিকে আইসিসির ভেরিফাইড ফেসবুক পেজে দুটি শিশুর ক্রিকেট খেলার ছবি আপলোড করা হয়।

ছবিটি মো. শফিউল বশির নামে একজন তুলেছেন বলে পেজে লেখা হয়েছে। ছবিতে দেখা যায়, গ্রামের বাড়ির আঙিনায় দুই শিশু ক্রিকেট খেলছে। হাফপ্যান্ট ও টি-শার্ট পরা এক শিশু ব্যাটিং করছে।

আরেক শিশু বল করার পর মাথায় টুপি, গেঞ্জি ও লুঙ্গি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। বলারের পাশেই গাছের দুটি লাঠির স্ট্যাম্প। আর ব্যাটসম্যানের পেছনের গাছটিই হলো স্ট্যাম্প।

বাড়ির টিনের ঘরের সামনের বসার স্থানে অন্য একটি শিশু উপুড় হয়ে তাদের খেলা দেখছে। তবে ছবিটি রামগঞ্জ উপজেলার কোন এলাকার তা নির্দিষ্ট করে বলা হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype