বুধবার-১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১২ই রমজান, ১৪৪৬ হিজরি

আজ চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫২
২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু ১১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা মৃত্যু হয়েছে ১১ জনের আর শনাক্ত হয়েছে ১৭১ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ হাজার ৮৮৭ জন।

২৫ এপ্রিল (রবিবার) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ৩ শ ৩০টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩ শ ১৭টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪ শ ৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডি ল্যাবে ৪৩ জন, চমেক ল্যাবে ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ শ ৫৭টি নমুনা পরীক্ষা করে ২৪ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩ শ ১২টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন,

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬২টি নমুনা পরীক্ষা করে ৩২ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতাল ১৪টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১ শ ৭১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩ শ ৩০টি। আক্রান্তদের মধ্যে নগরে ১ শ ৪১ জন এবং উপজেলায় ৩০ জন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype