
মধ্যাহ্ন বিরতির পর আর ব্যাটিং করতে নামেনি শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম দিনে। শ্রীলংকা ৮ উইকেটে ৬৪৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে।
যার ফলে বাংলাদেশের সামনে লিড হয় ১০৭ রানের। ইতোমধ্যে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ সাইফ হাসান। এবার আউট হলেন ১ রানে। সুরঙ্গ লাকমালের বলে ক্যাচ দেন উইকেটের পেছেন।
এর আগে প্রথম ইনিংসে তিনি আউট হন ০ রানে। প্রথম ইনিংসে নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে এসেছিল সর্বোচ্চ ১৬৩ রান। এবার দ্বিতীয় ইনিংসে নেমেই ফিরলেন ০ রানে।
এবারও আক্রমণে লাকমল। তার লেংথ বলে ডিফেন্সিভ খেলার চেষ্টা করেছিলেন শান্ত, কিন্তু একটু দেরি হয়ে যায়। ভেঙে যায় শান্তর স্টাম্প।
এর আগে, এই টেস্টের প্রথম সেশনে শ্রীলঙ্কা চেষ্টা করে দ্রুত রান তোলার। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশকে লিড দেয় ১০৭ রান।
এর মধ্যে হারায় ৫টি উইকেট। দিনের শুরুতে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান করুণারত্নে-ধনঞ্জয়াকে ফিরিয়ে শুভসূচনা এনে দেন তাসকিন আহমেদ। এরপর আঘাত হানেন এবাদত-তাইজুল। একজন রানআউট হয়ে সাজঘরে ফেরেন।
বৃষ্টির কারণে খেলা আপাদত বন্ধ আছে। ৩৩ ওভার খেলা হয়েছে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ১০০/২ । মোমিন ২৩ রান তামিম ইকবাল ৭৪ রানে ক্রিজে আছেন।