

বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম সম্মানসূচক ডক্টর অব মিউজিক পদকে ভূষিত হলেন।
গত ১০ এপ্রিল এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মানসূচক পদক দেয় ভারতের তামিলনাডুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি।
সারাবিশ্বে একমাত্র সংগীত শিল্পী হিসেবে প্রকাশিত আট শতাধিক অ্যালবামের বিশ্ব রেকর্ড, সুদীর্ঘ ৩০ বছর ধরে বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা,
লোকজ সংগীতকে আধুনিকায়ন করে সর্বমহলে গ্রহণযোগ্য করা, সমাজ সচেতনতামূলক নানামুখী গানের মাধ্যমে বিশেষ
ভূমিকাসহ সার্বিক মূল্যায়নে মমতাজ বেগমকে এই পদকে ভূষিত করেন ওই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি ম্যানুয়েল।