শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

প্রিন্স ফিলিপের স্মরণে বিশেষ পরিষেবা

আজই এক বিশেষ স্মরণ পরিষেবা প্রয়াত প্রিন্স ফিলিপকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হবে ব্রিটেনের ক্যান্টারবুরি ক্যাথেড্রালে। ১১ এ্প্রিল (রবিবার) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিষেবার নেতৃত্ব দেবেন আর্চবিশপ অফ ক্যান্টারবুরি জাস্টিন ওয়েলবাই। ধারণা করা হচ্ছে সামনের সপ্তাহে প্রিন্স ফিলিপের শেষকৃত্যের নেতৃত্বও দেবেন তিনি।

ফিলিপের মৃত্যুতে আটদিন ব্যাপী জাতীয় শোক চলছে ব্রিটেনে। আগামী শনিবার (১৭ এপ্রিল) তাঁর অন্ত্যোষ্টিক্রিয়ার মধ্য দিয়ে এ শোক শেষ হবে। উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এছাড়া শোকের কারণে কিছু ক্রীড়া ইভেন্টের তারিখও পুনঃনির্ধারিত করা হয়েছে।

জানা গেছে মহামারির কারণে অন্ত্যোষ্টিক্রিয়ায় জনসাধারণের উপস্থিতি থাকবে না। তাই টেলিভিশনের মাধ্যমে অনুষ্ঠানের সাক্ষী হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে রাজপরিবার।

যুক্তরাজ্যের করোনা বিধি অনুযায়ী মাত্র ৩০ জন ব্যক্তি শেষকৃত্যে উপস্থিত থাকতে পারবেন। অতিথিদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা মেনেই সবকিছু পালন করা হবে।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের মুখপাত্র বিবিসিকে বলেন, করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে মাত্র ৩০ জন ব্যক্তি ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন।

প্রধানমন্ত্রী রাজপরিবারের জন্য সর্বোত্তম যে কোনো সিদ্ধান্ত নিতে চান। তাই তার ইচ্ছে রাজপরিবারের বেশি সংখ্যক সদস্য যেন শেষকৃত্যে থাকেন। এ কারণে নিজে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype