মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ মানিকছড়িতে উন্নয়ন মেলায় তথ্যচিত্র প্রদর্শন

 মানিকছড়ি প্রতিনিধি 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ বিষয়ক বিভিন্ন ডকুমেন্টারী তুলে ধরে মানিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে দুদিন ব্যাপি উন্নয়ন মেলা। মেলার উপজেলার সকল দপ্তর থেকে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের সচিত্র/ ভিডিও চিত্রসহ ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। মেলার ১ম দিন ২৭ মার্চ সকলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ জমজমাট আয়োজনে মেলার কার্যক্রম শুরু হয়। পরে বির্তক প্রতিযোগিতা,উন্নয়ন বিষয়ক কুইজ,উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্টান, ও আলোচনা সভার মধ্য দিয়ে ২৮ মার্চ বিকালে মেলার সমাপ্তি ঘটে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ শীর্ষক মেলার আয়োজন করেন মানিকছড়ি উপজেলা প্রশাসন। এতে উপজেলার সবকয়টি দপ্তর সরকারের নানা উন্নয়নচিত্র মেলায় উপস্থাপন করেন। রাস্তাঘাট, স্কুল- কলেজ, ব্রীজ,সেতু, স্বাস্থ্য বিষয়ক ও বৈশ্বিক মহামারীতে চিকিৎসা সেবায় চিকিৎসকদের কর্মতৎপরতা , কৃষি বিষয়ক, শিক্ষা উন্নয়ন, নারী ও শিশু উন্নয়ন, তৃণমূলে তথ্যসেবা, দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী এবং বয়স্কদের দোড়গোড়ায় সরকারী সুবিধাসহ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের খন্ডচিত্রের অডিও/ ভিডিও মেলায় তুলে ধরা হয়েছে। বিকালে মেলাঅঙ্গন জমজমাট রাখতে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান। ২য় দিন ২৮ মার্চ সকাল থেকেই মেলাঅঙ্গনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপচেপড়া ভীড় দেখা গেছে। সাড়ে ১১ টায় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ও মেলা উদযাপন কমিটির সভাপতি তামান্না মাহমুদ সকল অফিসারদের নিয়ে স্টল পরিদর্শন করেন। এদিকে স্কুল- কলেজ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বির্তক, উপস্থিত বক্তৃতা,উন্নয়ন বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সমাপনী দিবসে বিকালে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এ সময় অতিথিদের উপস্থিতিতে মেলার শ্রেষ্ট স্টল, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype