রতন বড়ুয়া
চট্টগ্রাম আগ্রবাদ মা ও শিশু হাসপাতালে ইঞ্জিনিয়ার জাবেদ আফছার চৌধুরীর মাধ্যমে ব্যংক এশিয়া আগ্রবাদ শাখা কর্মকর্তার মো আনিছুল হক চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে রোগীদের জন্য একটি বেড দান করেন। এসময় উপস্থিত ছিলেন পরিচালক ডাক্তার নুরুল হক, ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী,উপ-পরিচালক মো মোশরাফ হোসেন, ল্যাব টেকনোলজিস্ট আলতাফ হোসেন , সাংবাদিক দিলু বড়ুয়া জয়িতা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
করোকালিন সময়ে সবাইকে মাক্স পরিধান করা এবং সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার আহবান জানান কর্মকর্তা ও ডাক্তাররা।